যারা আওয়ামী লীগের দোসরদের আশ্রয় দেবে তারা জনগণের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সম্মিলনী ইনস্টিটিউট মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখা এই নারী সমাবেশের আয়োজন করে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত বিএনপির নেতাকর্মীদের মতো ছাত্র-জনতার রক্তেও রঞ্জিত। বিএনপি জনগণের রাজনৈতিক দল, তাই ছাত্র-জনতার রক্তের সঙ্গে কোনো দিন বেইমানি করতে পারে না। সে কারণে বিএনপি বরাবরই আওয়ামী লীগের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা আওয়ামী লীগের দোসরদের আশ্রয় দেবে তারা জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র হরণ করেছিলেন। আর শহীদ জিয়াউর রহমান সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তিনি নারীদের ক্ষমতায়নের পাশাপাশি নিশ্চিত ও নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে তিনি নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছিলেন।
বিএনপির এই নেতা বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনসহ সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও নারীদের অবদান আছে। ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে হলে সকলকে সতর্ক থাকতে হবে। যাতে করে কোনোভাবেই এই সমাজে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রত্যাবর্তনের সুযোগ না পায়।
সমাবেশে তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শেখ রাশেদ আব্বাস রাজ প্রমুখ। নারী সমাবেশ পরিচালান করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।