যারা দুর্নীতি করেন, তারাও প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন

13 hours ago 5

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, দুর্নীতি ও মাদক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কিন্তু আবার যারা দুর্নীতি করেন, তারা নিজেরাও প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ভট্ট কনকপুর সিদ্দীকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এআইজি রফিকুল ইসলাম বলেন, মাদক হচ্ছে বিবেকের এইডস। এইডস হলে যেমন মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। তেমনি মাদক গ্রহণকারী ব্যক্তির বিবেক-বুদ্ধি কমে যায়। আমরা যত বেশি কোরআনের কাছে আসবো তত বেশি এই ধরনের সামাজিক ব্যাধি থেকে রক্ষা পাবো।

তিনি আরও বলেন, আমি জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে তারা যে উদ্দেশে আন্দোলন করেছিল। একটি সুষ্ঠু-সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের জন্য আমরা সবাই মিলে সেভাবে কাজ করবো।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এবং জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।

নাহিদ ফরাজী/কেএইচকে/জেআইএম

Read Entire Article