যুক্তরাজ্যে ছেলেদের নামের ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’

1 month ago 20

যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হয়ে উঠেছে ‘মুহাম্মদ’। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাজ্যে মুহাম্মদ নামটির জনপ্রিয়তা ‘নোয়াহ’কে ছাড়িয়ে গেছে। নোয়াহ নামটি এখন দ্বিতীয় স্থানে নেমে এসেছে। আর ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘অলিভার’ নামটি।

সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ৪,৬৬১ নবজাতকের নাম রাখা হয়েছে মুহাম্মদ, যা ২০২২ সালের তুলনায় ৪৮৪ জন বেশি। একই সময়ে, ‘নোয়াহ’ নাম রাখা হয়েছে ৪,৩৮২ শিশুর, যা আগের বছরের তুলনায় কম।

এদিকে, যুক্তরাজ্যে টানা অষ্টম বছরের মতো মেয়েদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে প্রথম অবস্থান ধরে রেখেছে ‘অলিভিয়া’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ ও ‘আইলা’।

প্রতি বছর ওএনএস সবশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে।

সংস্থাটির বিশ্লেষণে আরও উঠে এসেছে, আরবি নামগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ছেলেদের মধ্যে ‘আয়মান’ ও ‘হাসান’ নামের জনপ্রিয়তা যথাক্রমে ৪৭ শতাংশ ও ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেয়েদের ক্ষেত্রে আরবি নামের প্রভাবও উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ, ‘আইজাল’ নামটির জনপ্রিয়তা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

এসএএইচ

Read Entire Article