যুক্তরাজ্যে বিএনপি নেতাদের সঙ্গে সালাহউদ্দিন আহমেদের সাক্ষাৎ

1 month ago 14

লন্ডনে সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে শনিবার (২১ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনের ডাবল ট্রি বাই হিল্টন হোটেলে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতারা দলীয় ঐক্য ও সাংগঠনিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার আবু সায়েম, যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক ইমতিয়াজ আনাম তানিম, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আরিফ আহমেদ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, নুরে আলম সোহেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, বিএনপিনেতা মো. গিয়াস উদ্দীন, মো. রাশেদুল হক, সৈয়দ কবীর হোসেন, মো. ইসতিয়াক, জাকির হাসান শিশির প্রমুখ।

সাক্ষাতে তারা বিএনপির ভবিষ্যৎ পথচলা, সাংগঠনিক উন্নয়ন এবং যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম আরো গতিশীল করতে আলোচনা করেন। বিশেষ করে, দলের ঐক্য সুসংহত করা এবং প্রবাসে দলীয় কার্যক্রম আরো কার্যকর করার কৌশল নিয়ে আলোচনা হয়।

মাদারীপুর সদরের কুলপদ্দি এলাকার সন্তান ও যুক্তরাজ্যে বসবাসরত বিএনপিনেতা রনি খান বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ দলীয় ভ্রাতৃত্ববোধকে আরো সুদৃঢ় করবে ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। লন্ডনে অবস্থানরত বিএনপিনেতাদের এমন উদ্যোগ শুধু প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে নয়, বরং দেশের রাজনীতিতেও ইতিবাচক বার্তা পাঠাবে।’

সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির ভবিষ্যৎ কার্যক্রমকে আরো শক্তিশালী করার পাশাপাশি দলের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি সুসংহত করার আহ্বান জানান। তারা আশা করেন, প্রবাসী নেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিএনপির সামগ্রিক সাংগঠনিক অগ্রগতির জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে।

জেএইচ/জিকেএস

Read Entire Article