যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক ট্যাক্সিচালকসহ চার ব্রিটিশ-বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে ইংল্যান্ডের ম্যানচেস্টারের বোল্টন এলাকায় উইগান রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনাটি ঘটে একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি–৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষে। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের পরিচয় নিশ্চিত করেছে বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম)। নিহত তিন তরুণ হলেন—মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল এবং মুহাম্মদ দানিয়াল আসগর আলী। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং তারা সিলেট জেলার বাসিন্দা ছিলেন। নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী, যিনি বয়সে পঞ্চাশোর্ধ্ব। এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট দুর্ঘটনার

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক ট্যাক্সিচালকসহ চার ব্রিটিশ-বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে ইংল্যান্ডের ম্যানচেস্টারের বোল্টন এলাকায় উইগান রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনাটি ঘটে একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি–৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষে। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের পরিচয় নিশ্চিত করেছে বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম)। নিহত তিন তরুণ হলেন—মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল এবং মুহাম্মদ দানিয়াল আসগর আলী। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং তারা সিলেট জেলার বাসিন্দা ছিলেন। নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী, যিনি বয়সে পঞ্চাশোর্ধ্ব।

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উইগান রোডের সিসিটিভি ক্যামেরায় সংঘর্ষের ভয়াবহ দৃশ্য ধারণ হয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে ড্যাশক্যাম ফুটেজ রয়েছে, তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল এ দুর্ঘটনাকে পুরো কমিউনিটির জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow