যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে হোম অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ

4 months ago 57

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসছে যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। এই দুই জায়গাতেই বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ পাবে বলে আশা করছেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিওবার্তায় সাকিব আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন সাকিব।

ভিডিওতে সাকিব উত্তর দিয়েছেন কাগজে লেখা কয়েকটি প্রশ্নের। একটি প্রশ্ন ছিল এমন, ‘অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র সাকিবের সেকেন্ড হোম (দ্বিতীয় ঘর)। ঘরের সুবিধা কি পাবে দল?’

পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব উত্তরে বলেছেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা, এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’

ক্রিকেটের তিন ফরম্যাটে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় টি-টোয়েন্টি। টি-টোয়েন্টির উত্থানটা হয়েছে তার চোখের সামনেই। যুগের সঙ্গে ক্রিকেটের পরিবর্তনটা কিভাবে দেখেন সাকিব?

তারকা এই অলরাউন্ডার বলেন, ‘পরিবর্তনটা দেখি বলতে...এটা ওয়ানডেরই এক্সটেন্ডেট ভার্সন। হয়তো কার্টেল ওভার হলে যেটা হতো সেটাই। অনেক এক্সাইটিং। দর্শক অনেক পছন্দ করে। আমি একটা জিনিসই শুধু ফিল করি, ব্যাট আর বলে যেন সমান কম্পিটিশন এখানে থাকে। একতরফা যেন না হয় টুর্নামেন্টটা। নরমালি বিশ্বকাপে সেটা কখনই হয় না। এবারও আশা করি একইরকম হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলে পরের দুটি সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলবে বাংলাদেশ দল।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ভালোই দর্শক সমর্থন থাকবে বলে মনে করছেন সাকিব। তার কথা, ‘প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে অপেক্ষা করছে। আশা করি তারা পূর্ণ সমর্থন দেবে আমাদের। তাদের এই সমর্থন আমাদের কাজে আসবে এবং আমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হবো।’

বিশ্বকাপে নিজের লক্ষ্য প্রসঙ্গে সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’

এমএমআর/এমএস

Read Entire Article