যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৩

1 month ago 24

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক স্কুলে গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, উইসকনসিনের ওই স্কুলে বন্দুক হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন। নিহত বন্দুকধারী একজন নারী এবং তিনি ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দাবি করছে।

ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস বলেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উইসকনসিনের গভর্নর টনি এভারস বলেছেন, এমন ঘটনা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একজন বাবা, একজন দাদা ও একজন গভর্নর হিসেবে এটা আমার কাছে অচিন্তনীয় যে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাবে এবং সে আর কখনো ফিরে আসবে না!

এ ঘটনায় আগামী ২২ ডিসেম্বর রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় মর্মাহত হয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, এখনই কংগ্রেসে আমাদের আইন করা উচিত। এটা অপ্রত্যাশিত যে আমরা আমাদের বাচ্চাদের বন্দুক সহিংসতা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে এভাবে চলতে দেওয়া যায় না।

কেএসআর/

Read Entire Article