যুক্তরাষ্ট্রের উপ-কাউন্সিলরের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক 

2 months ago 8

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উপ-কাউন্সিলর এবং রাজনৈতিক শাখা প্রধান ম্যাথিউ বের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো ও দলীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ব্যাপারে সংগঠনের দৃষ্টিভঙ্গি ও অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এছাড়া গণহত্যার বিচার, সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বৈঠকে ম্যাথিউ বের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার হারমানাস্কি, জ্যামি স্টেলি এবং জামায়াতে ইসলামীর প্রতিনিধি ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

Read Entire Article