যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করলো ভারত

1 month ago 8

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ তুলেছে ভারত। দিল্লির দাবি, ভারতকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে একচেটিভাবে দায়ী করা হচ্ছে অথচ তারা নিজেরাই মস্কোর সঙ্গে ব্যাপক বাণিজ্য করে যাচ্ছে।

এই সমালোচনা আসে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুমকি দেন। এতে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মঙ্গলবার ভারতের শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস—দুই পক্ষই ট্রাম্পের ভারতের বিরুদ্ধে বারবার সমালোচনার নিন্দা করে বিরল ঐক্য প্রকাশ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানায়, যারা আজ ভারতকে সমালোচনা করছে, তারাই নিজেরা রাশিয়ার সঙ্গে বিপুল পরিমাণে বাণিজ্য করছে। ভারতকে একা দোষারোপ করা ন্যায়সঙ্গত নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরো (৭৮.০২ বিলিয়ন ডলার) বাণিজ্য করেছে, যার মধ্যে ১৬.৫ মিলিয়ন মেট্রিক টন তরল প্রাকৃতিক গ্যাস আমদানির রেকর্ড রয়েছে।

বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখনো রাশিয়া থেকে পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালেডিয়াম, সার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ আমদানি করে। যদিও ভারত এই তথ্যের কোনো নির্দিষ্ট উৎস প্রকাশ করেনি।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও ইইউ রাশিয়ার সঙ্গে বাণিজ্য অনেক কমিয়ে দিয়েছে, তবুও কিছু গুরুত্বপূর্ণ খাতে বাণিজ্য অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article