যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত

11 hours ago 4

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে থাকা বহুমাত্রিক অভিযান পরিচালনায় সক্ষম শক্তিশালী একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে ভার্জিনিয়া উপকূলে বিমানটি আছড়ে পড়ে। খবর সিবিএস নিউজের। 

মার্কিন নৌবাহিনীর বিমানটি এফ/এ-১৮ই সুপার হর্নেট মডেলের। সমুদ্রে পড়ে এটি তলিয়ে যায়। তবে তার আগেই পাইলট বের হতে সক্ষম হন। বিধ্বস্ত হওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পরাশরের এক বিবৃতি অনুসারে, সকাল ১০টার কিছু আগে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ৮৩-এর একজন পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় সুপার হর্নেটের নিয়ন্ত্রণ হারান। তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইজেক্ট করেন।

কন্ট্রোল টাওয়ার ঘটনাটি সমুদ্রে থাকা পার্শ্ববর্তী দলকে জানায়। দ্রুত সময়ে অনুসন্ধান দল মোতায়েন করা হয় এবং বেলা ১১টা ২১ মিনিটে পাইলটকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়।

পাইলটের শারিরীক অবস্থা নিশ্চিত করেনি নৌবাহিনী। তবে জানিয়েছে, তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরাশর ওই বিবৃতির তথ্যানুযায়ী, বিধ্বস্ত বিমানটি এখনো সমুদ্র থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ৮৩ ভার্জিনিয়া বিচে অবস্থিত নেভাল এয়ার স্টেশন ওশেনা ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালনা করে। গত ১০ মাসে এটি নৌবাহিনীর ষষ্ঠ এফ-১৮ বিমান হারানোর ঘটনা।

এদিকে মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে একটি সামরিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে এফ/এ-১৮ডি হর্নেট মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। পাহাংয়ের কুয়ানতানের সুলতান হাজী আহমেদ শাহ বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। বেসামরিক চলাচলের পাশাপাশি রানওয়েটি সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে।

Read Entire Article