যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। শুক্রবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমানবাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেন ট্রাম্প। এ ছাড়া আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকেও বরখাস্ত করা হয়েছে।
ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা সৃষ্টি হয়েছে। জানা গেছে, ব্রাউনের জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি ফ-১৬ যুদ্ধবিমানের সাবেক পাইলট ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিকবিষয়ক সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, নৌবাহিনীর প্রথম নারী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ও বিমানবাহিনীর উপপ্রধানসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদেও রদবদল হতে যাচ্ছে।
এ পরিবর্তনকে অনেকেই পেন্টাগনের বেসামরিক কর্মীদের ব্যাপক ছাঁটাই, প্রতিরক্ষা বাজেটে নাটকীয় পরিবর্তন ও সেনা অবস্থান বদলের ধারাবাহিকতা হিসেবে দেখতে পাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সামরিক বাহিনীতে একটি নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। তথ্য: রয়টার্স