হোয়াইট হাউস বৃহস্পতিবার ঘোষণা করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ দপ্তর’ করার নির্দেশ দিয়েছেন। তার দাবি, এই পরিবর্তনের মাধ্যমে জাতীয় নিরাপত্তার ভাবমূর্তি আরও শক্তিশালী হবে এবং প্রতিপক্ষদের কাছে স্পষ্ট বার্তা যাবে।
এএফপি জানিয়েছে, ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে ‘যুদ্ধ দপ্তর’ নামকে সেকেন্ডারি শিরোনাম হিসেবে ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। এখন থেকে সরকারি চিঠিপত্র, জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই নাম ব্যবহার করা যাবে।
৭৯ বছর বয়সী ট্রাম্প এর আগে বলেছিলেন, ‘যুদ্ধ বিভাগ ছিল প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের সময়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জয়ী হয়েছি। নামের পরিবর্তন জাতীয় সংকল্প ও প্রস্তুতির প্রতীক হিসেবে কাজ করবে।’
হোয়াইট হাউসের নথি অনুযায়ী, এই পদক্ষেপ ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট বাতিল করতে পারলেও তা প্রতিরক্ষা বিভাগের মনোযোগ ও প্রস্তুতি আরও তীক্ষ্ণ করবে।
গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প পেন্টাগনের নেতৃত্বে রদবদল শুরু করেছেন। ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথকে দায়িত্বে রেখে তিনি ‘যোদ্ধা নীতি’ পুনরুদ্ধারের চেষ্টা করছেন। হেগসেথ সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সৈন্যদের বহিষ্কার এবং কনফেডারেট সৈন্যদের সম্মানিত ঘাঁটির নাম মূল অবস্থায় ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, ‘যুদ্ধ দপ্তর’ দিয়ে শক্তিশালী ভাবমূর্তি কায়েম করতে চাইছেন ট্রাম্প। এই নাম পরিবর্তন প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ন্যাশনাল প্রেস্টিজ ও শক্তি প্রদর্শনে করা হয়েছে। ট্রাম্প চাইছেন, প্রতিপক্ষ ও বিশ্ববাসী দেখুক, আমেরিকা যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এবং প্রস্তুত।