যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনায় দায়ী ৩ জনকে আটক

2 months ago 51

উত্তর কোরিয়ায় একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধনের সময় দুর্ঘটনার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

গত বুধবার পূর্ব উপকূলের চোংজিন শহরের এক অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। সেখানে ৫ হাজার টন ওজনের একটি নবনির্মিত যুদ্ধজাহাজের উদ্বোধন চলাকালে জাহাজটির নিচের অংশ ধসে পড়ে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘটনাটিকে ‘অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধ’ বলে উল্লেখ করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, আটক তিনজন হলেন—চোংজিন শিপইয়ার্ডের প্রধান প্রকৌশলী কাং জং চোল, নির্মাণ কর্মশালার প্রধান হান কিয়ং হাক এবং প্রশাসনিক উপ-ব্যবস্থাপক কিম ইয়ং হাক। তারা সবাই এই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হোকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

Read Entire Article