যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গাজায় হামলা; নিহত ৭

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন করল তারা।  বুধবারের এসব হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যোদ্ধারা দক্ষিণ রাফাহ এলাকায়, মিশরের সীমান্তের কাছে তাদের চার সৈন্যকে আক্রমণ ও আহত করেছে। মেডিকেল সূত্র জানায়, নিহতদের মধ্যে দুইজনকে গাজা সিটির উত্তরের জেইতুন এলাকায় ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। বাকি পাঁচজন নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি ক্যাম্পে ইসরায়েলের আক্রমণে।সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল, আল-মাওয়াসির বোমাবর্ষণে কয়েকটি তাবুতে আগুন ধরে যায় এবং সেগুলো পুড়ে যায়। এতে দুই শিশুসহ পাঁচজন নাগরিক নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে কারো কারো অবস্থা গুরুতর। কুয়েতি হাসপাতালের সূত্র জানায়, নিহত দুই শিশুর বয়স ছিল আট ও দশ বছর।এছাড়া আরো ৩২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, কিছু আহত ব্যক্তি মারাত্মক দগ্ধ হয়েছেন। আল-মাওয়াসি হামলার নিন্দা জানিয়ে হামাস এটিকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। সংগ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গাজায় হামলা; নিহত ৭

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন করল তারা। 

বুধবারের এসব হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যোদ্ধারা দক্ষিণ রাফাহ এলাকায়, মিশরের সীমান্তের কাছে তাদের চার সৈন্যকে আক্রমণ ও আহত করেছে।

মেডিকেল সূত্র জানায়, নিহতদের মধ্যে দুইজনকে গাজা সিটির উত্তরের জেইতুন এলাকায় ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে।

বাকি পাঁচজন নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি ক্যাম্পে ইসরায়েলের আক্রমণে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল, আল-মাওয়াসির বোমাবর্ষণে কয়েকটি তাবুতে আগুন ধরে যায় এবং সেগুলো পুড়ে যায়। এতে দুই শিশুসহ পাঁচজন নাগরিক নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে কারো কারো অবস্থা গুরুতর।

কুয়েতি হাসপাতালের সূত্র জানায়, নিহত দুই শিশুর বয়স ছিল আট ও দশ বছর।এছাড়া আরো ৩২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, কিছু আহত ব্যক্তি মারাত্মক দগ্ধ হয়েছেন। আল-মাওয়াসি হামলার নিন্দা জানিয়ে হামাস এটিকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটি বলেছে, এই হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রমাণ করে।

তারা মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে আহ্বান জানায়।
গাজার কর্তৃপক্ষের হিসাবে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৫৯১ বার তা লঙ্ঘন করেছে, যাতে কমপক্ষে ৩৬০ ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow