যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরে আসছে আরব আমিরাতে, ফ্লাইট চলাচল স্বাভাবিক

2 months ago 6

ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করেছে। এতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট স্থগিত করা হয়েছে কিনা তা জানতে বিমানের আবুধাবি ও আল আইনের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করে কালবেলা। 

তিনি জানান, আবুধাবি এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারের নির্দেশনা অনুযায়ী ইউএইর আকাশসীমা ০১-০০ UTC সময় হতে বিমান টেইক অফ, ল্যান্ডিং ও ফ্লাইংয়ের জন্য উম্মুক্ত রয়েছে। তাই আবুধাবি, দুবাই, শারজাহ, দোহার ফ্লাইট অপারেশন এখন স্বাভাবিক রয়েছে। 

তিনি আশা করছেন যে বিমানের ইউএইর ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী চলবে।

এদিকে দুবাই বিমানবন্দর সূত্রে জানা গেছে, ‘সাময়িক স্থগিতাদেশের পর পূর্ণ ক্ষমতায় তারা ফ্লাইট অপারেশন পুনরায় চালু হয়েছে।’

কর্তৃপক্ষ আরও বলেছে, যে সমস্ত যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে, কিছু ফ্লাইট বিলম্ব বা বাতিল হতে পারে বলে দুবাই বিমানবন্দর একটি সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানিয়েছে। 

Read Entire Article