যুদ্ধবিরতির পরও গাজায় ক্ষুধার কষ্ট কমেনি : ডব্লিউএইচও

12 hours ago 4

যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় খাদ্য ও ত্রাণ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘গাজার পরিস্থিতি এখনো ভয়াবহ। প্রয়োজনের তুলনায় ত্রাণ সামগ্রী খুবই কম ঢুকছে।’

এএফপি জানায়, টেড্রোস সতর্ক করে বলেন, ইসরায়েলি বাধার কারণে যথেষ্ট খাদ্য গাজায় প্রবেশ করতে পারছে না, ফলে ক্ষুধা ও অপুষ্টি কমেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন ৬০০ ট্রাক প্রবেশের কথা থাকলেও এখন মাত্র ২০০-৩০০ ট্রাক ঢুকছে।

টেড্রোস জানান, বর্তমানে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৪টি কার্যকর আছে। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট চলছে।

তিনি আরও বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে কমপক্ষে ৭ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।


 

Read Entire Article