ওমানের মাসকাট থেকে যুব বিশ্বকাপ হকির টিকিট নিয়ে আসা বাংলাদেশ দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ঘোষিত পুরস্কারের সেই অর্থের চেক রোববার হস্তান্তর করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পুরস্কারের ২০ লাখ টাকা দলের ২১ সদস্যের মধ্যে সমহারে প্রত্যেককে ৯৫২৩৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে বাংলাদেশ ১০ দেশের মধ্যে পঞ্চম হয়েছে। বাংলাদেশ গ্রুপ পর্বে ওমানকে হারিয়ে ড্র করেছিল মালয়েশিয়া ও চীনের বিপক্ষে। হেরেছিল পাকিস্তানের কাছে। স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ থাইল্যান্ড ও চীনকে হারিয়ে পঞ্চম স্থান লাভ করে প্রথমবারের মতো বিশ্বকাপ আসরে খেলার টিকিট নিশ্চিত করে।
আরআই/আইএইচএস/