বিশ্বকাপে কোয়ালিফাই করা যুব হকি দলের খেলোয়াড়দের জনপ্রতি ২৩ হাজার ৮০৯ টাকা (মোট ৫ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার ওমান থেকে বাংলাদেশ দল দেশে ফিরলে বিমানবাহিনীর ফ্যালকন হলে সংবর্ধনা দিয়ে এই পুরস্কার ঘোষণা করেছিলেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
এর একদিন পর শুক্রবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই পুরস্কার ঘোষণার কথা জানানো হয়েছে। দলে ছিলেন ১৮ খেলোয়াড়ের সঙ্গে ৩ কর্মকর্তা। অর্থাৎ ২১ জন এবার পাচ্ছেন ৯৫ হাজার ২৩৮ টাকা ১০ পয়সা করে।
অনূর্ধ্ব-২১ হকি দল ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছে।
বাংলাদেশ গ্রুপপর্বে ওমানকে হারিয়েছে। পাকিস্তানের বিপক্ষে হারলেও মালয়েশিয়া ও চীনের বিপক্ষে ড্র করেছে। স্থান নির্ধারণী পর্বে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। আর চীনকে হারিয়ে হয়েছে পঞ্চম।
আরআই/এমএইচ/এএসএম