যুবকের কান্না দেখে সব ফিরিয়ে দিল ছিনতাইকারী!

1 hour ago 4

বর্তমানে ছিনতাইয়ের ঘটনায় নৃশংসতা বেড়েই চলেছে। তবে এরই মধ্যে পাকিস্তানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে মানবতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই একটি বাইকে করে দুজন ছিনতাইকারী তার কাছে গিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। সব ছিনিয়ে নেওয়ার পর ভীত ও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে ওই যুবক। এরপর যা ঘটেছে, তা যে কারও কল্পনাতীত। যুবককে কাঁদতে দেখে ছিনতাইকারীর মন গলে যায়। এরপর  ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা যুবককে ফিরিয়ে দেন। এমনকি ওই যুবককে জড়িয়েও ধরে সান্ত্বনা দিচ্ছেন ছিনতাইকারী।

মূলত একটি সিসিটিভি ফুটেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ঘটনার স্থান এখনো সুনির্দিষ্টভাবে জানা না গেলেও, এটি পাকিস্তানের কোনো শহর বলে অনুমান করা হচ্ছে।

এই ঘটনাটির ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত বলছেন।

কেউ লিখেছেন, অপরাধী হলেও মন আছে, অনুভূতি আছে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ভিডিওটি পরিকল্পিত কি না? নাকি সত্যিকারেরই আবেগের ফসল? যদি এটি বাস্তব ঘটনা হয়ে থাকে, তাহলে এটি একটি শক্তিশালী বার্তা দেয়, মানুষের ভেতরের মানবতাবোধ এখনো পুরোপুরি মরে যায়নি। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কালবেলা।

Read Entire Article