যুবলীগ নেতা বিল্লাল আটক
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর রানীর দিঘি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিল্লাল হোসেন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। স্থানীয়ভাবে তিনি আওয়ামী রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
ডিবি পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লা ও আশপাশের এলাকায় চলমান রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে সরকারের বিরুদ্ধে কিছু গোপন বৈঠক ও অন্তর্বর্তী সরকারবিরোধী কার্যক্রমের তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতেই সোমবার রাতে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে আটক করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিল্লাল হোসেনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সরকারের বিরুদ্ধে চলমান কিছু ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে আমরা তদন্ত করছি। বিস্তারিত তথ্য যাচাইয়ের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

2 hours ago
4









English (US) ·