কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু, তখন তামিল সুপারস্টার কমল হাসান এ বিষয়ে ব্যক্ত করলেন তার ভিন্নমত। সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রে এআই বিষয়ে একটি বিশেষ কোর্স সম্পন্ন করেছেন। এই প্রযুক্তির নানা দিক নিয়ে এখন তিনি গভীরভাবে ভাবছেন।
তবে সিনেমায় এআই-এর ব্যবহার নিয়ে তিনি মোটেই আগ্রহী নন। কমল হাসান বলেন, ‘আমি কখনোই একটা ডিজিটাল শিশুর কাছ থেকে চুমু খেয়ে তৃপ্ত হব না। আমি একটা বাস্তব শিশু চাই। বুঝতে পারছেন? আমি একটা বাস্তব নারীকে চুমু খেতে চাই। একটা বাস্তব পুরুষকে জড়িয়ে ধরতে চাই। হোলোগ্রাম দিয়ে এটা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘আমি মণি রত্নমের সঙ্গে হাত মেলাতে চাই। তার হোলোগ্রামের সঙ্গে নয়। হোলোগ্রামটা তো তার মতো চিন্তা করে না। সেটা তো অন্য কেউ তৈরি করে দিয়েছে। তাই এআইকে আমি পছন্দ করি, কিন্তু জানি না এআই আমাকে পছন্দ করবে কি না। আমাকে এখন এর সঙ্গে তাল মেলাতে হবে, তারপর দেখা যাবে।’
কমল হাসান স্পষ্ট করে বলেন, মানুষ যেভাবে সমুদ্র আর মহাকাশ জয় করেছে, তেমনি একদিন এআইকেও নিয়ন্ত্রণে আনবে।
কমল হাসানের পরবর্তী সিনেমা ‘থাগ লাইফ’ মুক্তি পাচ্ছে ৫ জুন। ৩৮ বছর পর পরিচালক মণি রত্নমের সঙ্গে আবারও জুটি বাঁধলেন কমল। ‘নায়াকান’-এর পর এটি তাদের দ্বিতীয় প্রজেক্ট।
সিনেমার গল্পে দেখা যাবে রঙ্গারায়া শক্তিভেল নাইকার নামে এক গ্যাংস্টার একটি অনাথ শিশুকে দত্তক নেন। সেই ছেলেই হয়ে ওঠে তার উত্তরসূরি। কিন্তু এক সময় নাইকারকে মৃত বলে ধরে নেওয়া হয় এবং তার মৃত্যুতে ষড়যন্ত্রকারীর ভূমিকায় সন্দেহ পড়ে তার দত্তকপুত্রের ওপর। কিন্তু নাইকার ফিরে আসেন প্রতিশোধ নিতে, আর সেখান থেকেই গল্প মোড় নেয় মৃত্যু ও প্রতিশোধের খেলায়।
ছবির প্রধান চরিত্রে আছেন কমল হাসান, সিলামবারাসন (এসটিআর)। আরও দেখা যাবে তৃষা কৃষ্ণান, অভিরামী, ঐশ্বর্য লক্ষ্মী, অশোক সেলভান, জোজু জর্জ প্রমুখকে।
এছাড়া সামনে অ্যাকশন কোরিওগ্রাফার জুটি অন্ব-অরিভু’র পরিচালনায় কমলের আরেকটি নতুন প্রজেক্ট ‘KH237’-এর কাজ শুরু হবে।
এলআইএ/এমএস