যে কারণে ইন্ডাস্ট্রিকে অমানবিক বললেন বিদ্যা বালান

2 months ago 39
বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবি সফল এমন নয়। সম্প্রতি বেশ কিছু এই ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এই সূত্র সব সময় কার্যকরী নাও হতে পারে। সম্প্রতি বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এই প্রসঙ্গে জানান, ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের ওপর বিষয়টি নির্ভর করছে। তার কথায়, সব ছবিকে একই গোত্রে ফেলে দিলে ঠিক হবে না। আমরা এটা কখনও বলতে পারি না যে, তারকাখচিত ছবি মানেই বক্স অফিসে সফল। এমন অনেক ছবি রয়েছে, একাধিক বড় তারকা থাকা সত্ত্বেও ছবি অসফল। উদাহরণস্বরূপ, স্ত্রী ২, সিংহাম এগেইন, ভুল ভুলাইয়া ৩ ছবির কথা তুলে ধরলেন অভিনেত্রী।
Read Entire Article