শেষ হলো অপেক্ষার পালা। আল্লু অর্জুনের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেয়েছে আজ। বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার থিয়েটারে এটি দেখা যাচ্ছে। এরইমধ্যে খবর ছড়িয়েছে, দারুণ সাফল্য পাচ্ছে ছবিটি। সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে হৈচৈ। আসছে রিভিউ।
বছরের শেষ সিনেমা হিসেবে এটি একটি বড় হিট হতে যাচ্ছে বলেই মত দিচ্ছেন বলিউডের বাজার বিশ্লেষকেরা।
তবে সৌদি আরবের সেন্সর বোর্ড সিনেমাটির বেশ কিছু অংশ কাটছাট করেছে। ‘জাথরা দৃশ্য’ নামে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য সরিয়ে ফেলা হয়েছে। এই দৃশ্যে অনেক হিন্দু ধর্মীয় প্রতীক এবং দেবতাদের নিয়ে দৃশ্য ছিল। আল্লু অর্জুনের চরিত্রকেও সেই দৃশ্যে এক দেবীর মতো সাজানো হয়েছিল। সৌদির সেন্সর বোর্ড তা পছন্দ করেনি।
এই কারণে সৌদি আরবের দর্শকের জন্য সিনেমাটি ১৯ মিনিট কেটে ছোট করা হয়েছে। সেখানে সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ১ মিনিট।
এই পরিবর্তনগুলোর পরও সিনেমাটি সৌদিতে ভালো সাড়া ফেলেছে। সিনেমা হলগুলো দর্শকে পূর্ণ বলে খবর পাওয়া গেছে।
এছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও ভালো আয় করছে ছবিটি। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার মতো কিছু রাজ্যে ৪ ডিসেম্বর সিনেমাটি একদিন আগে দেখানো হয়েছিল। সেখানে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছিল ছবিটিকে ঘিরে। সিনেমাটি প্রি-বুকিংয়ে প্রায় ৬০ কোটি রুপি আয় করেছে।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুন ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিলসহ অনেকে।
এলএ/জিকেএস