ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, ‘যে পোস্টারে ধানের শীষ মার্কা থাকবে এই পোস্টার আশি পার্সেন্ট ভোট পাবে। আর অন্য কিছু সিট কেউ পাইতে পারে। এই কারণে আমি ভোট চাই।’
শনিবার (১ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ঈদ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘তারা কয় দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ। না নৌকা আর ধানের শীষ এক কথা না। হাসিনা আর বেগম খালেদা জিয়া কিন্তু এক কথা না। আমি তাই বলছি ইলেকশন দেন। ইলেকশনে যে (জয়ী হয়ে) আসবে আমরা সারা বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবো। ইয়াহিয়া খান ইলেকশনের রায় মানেননি। শেখ মুজিব সারা পাকিস্তানে ভোট পাইছিলো বেশি, তার হাতে ক্ষমতা দেয়নি বলেই ৩০ লাখ লোক মরছিল। গণতন্ত্রের রায় না মানার জন্য। সেই গণতন্ত্র বাংলাদেশে নাই। এখন ধোঁয়াশা আর কুয়াশা পড়ছে। কাজেই আমি চাই একটা ভোট। ফেয়ার ভোট। ছয় মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যে একটা ভোট চাই। ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হোক এই দেশের মধ্যে কে মেজরিটি, পাবলিক কারে পাহারাদার রাখবে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘কলাগাছ কী বটগাছের থেকে উঁচু হয়। অনির্বাচিত সরকার কী নির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাবে। আপনারা বলেন তো দেখি। কাজেই আমরা চাই না এই দেশে অনির্বাচিত সরকার বেশিদিন থাকুক। আগে কইছে ডিসেম্বর মাসে ভোট দিব। কইছে না ইউনুস সাব। কয়েকদিন পর আবার একজন আছে। আমি আর তারে বহি না। হে আবার লোক পাঠাইয়া কইছে, ফজলু ভাইরে কইয়ো আমার বাপ কী আছিলো এইডা যাতে না কয়। তার বাড়ি হবিগঞ্জ। একজন ভদ্রমহিলা।’
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘ইউনূস সাব যেই কথাটা কইতে পারে না ওই কথাটা কওয়ায় ভদ্রমহিলা রেজওয়ানা হাসানকে দিয়া। উনি কয়েকদিন পরে গলা টান দিয়া কইছে- স্যার কইছে ইলেকশন ডিসেম্বর মাসে দিবে। তবে ছয় মাস দেরি করে জুন মাসে হইতে পারে। জুন মাস যখন হয়ে যাবে তখন বলবে আরে জুন মাসে তো আওয়ামী লীগের জন্মদিন। ফ্যাসিস্টের জন্মদিনেতো কোনো ইলেকশন হতে পারে না। এরপরে কইবো আগস্ট-সেপ্টেম্বর ওই সময়তো আমরা আন্দোলন করছিলাম। বিপ্লবের মাস ওই মাসে ইলেকশন করবো না। আর অক্টোবর-নভেম্বরেতো বৃষ্টি। নভেম্বর-ডিসেম্বরে হইবো (নির্বাচন)। এইভাবে ইলেকশনটা টানটান কইরা কূটকৌশল কইরা পিছাইতাছে।’
তিনি আরও বলেন, ‘এই কথাগুলো আমি বাংলাদেশে কই, কেন কই। কারণ আমরা জানি, ইলেকশন হওয়া মানে কী। খালেদা জিয়া যে হাতটা উড়াইবো এই হাতের পক্ষে আশি পার্সেন্ট সিট পাবে। যে পোস্টারে ধানের শীষ মার্কা থাকবে এই পোস্টার আশি পার্সেন্ট ভোট পাবে। আর অন্য কিছু সিট কেউ পাইতে পারে। এই কারণে আমি ভোট চাই। তারেক রহমান যেখানে থাকবে সেখানে হবে ভোট। বিএনপি যেখানে থাকবে সেখানে হবে ভোট। ধানের শীষ যেখানে থাকবে সেখানে হবে ভোট।’
উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসকে রাসেল/এসএইচএস/এমএস