যে বিভাগে বৃষ্টি হতে পারে

1 day ago 6

তিন দিন থেকে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজও দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এ অবস্থায় আজ দেশের রংপুর বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার (৬ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়াও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুজ জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন:

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

তিনি বলেন, আগামী বুধবার থেকে আবারও সারাদেশে ভারী শীত পড়তে পারে। এসময় রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। দিনের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি পর্যন্ত।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এসএনআর/জেআইএম

Read Entire Article