যে রুটে হবে ঢাকা-আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ

2 months ago 44

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা-আগরতলা অভিমুখে যৌথভাবে লংমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্যসন্ত্রাসের প্রতিবাদে এ লংমার্চ কর্মসূচি পালন করবেন তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর)  সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় লংমার্চটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করে ফকিরাপুল মতিঝিল ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভার দিকে যাবে।

পরে সেখান থেকে সাইনবোর্ড-চিটাগাং রোড হয়ে কাঁচপুর মোড়-তারাবো বরফা-ভুলতা গাউছিয়া-চনপাড়া দিকে যাবে। সেখান থেকে মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব ভেলানগর ইটাখোলা-মরজাল হয়ে বারুইচা পৌঁছাবে। এরপর ভৈরব এক পথসভা মাধ্যমে লংমার্চটি আখাউড়া স্থলবন্দর (আগরতলা) অভিমুখে রওনা দেবে।

এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন সংগঠনের পক্ষে যুবদল সভাপতি মোনায়েম মুন্না আগরতলা অভিমুখে এ লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন। এরপর তিনি ওইদিন সন্ধ্যায় আখাউড়া সীমান্তে সমাবেশস্থল পরিদর্শনে যান। এ সময় মুন্নার সঙ্গে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী উপস্থিত ছিলেন।

Read Entire Article