নাটক ও গান প্রকাশে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর একটি সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)। শুরু থেকেই গুণগত কনটেন্ট নির্মাণ ও বৈশ্বিক দর্শকের কথা মাথায় রেখে কাজ করছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার সিএমভি’র ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএমভি মিউজিক’ অতিক্রম করলো এক বিশাল মাইলফলক। ১০ মিলিয়ন ফলোয়ার অর্জন করেছে পেজটি।
নাটক ও মিউজিক ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে এমন অর্জন বিরল। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে এই মাইলফলক ছুঁয়েছিল কেবল ঈগল মিউজিক। সে হিসেবে সিএমভির এই অর্জন ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় সর্বোচ্চ।
এই আনন্দঘন মুহূর্তে সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘দর্শক-শ্রোতারাই আমাদের সম্পদ। বিশেষ করে ফেসবুক ও ইউটিউবের ফলোয়ারদের নিরন্তর সাপোর্টের কারণেই এই ইন্ডাস্ট্রি টিকে আছে। আমি মনে করি, ফেসবুকের এই ১০ মিলিয়ন ফলোয়ারই আমাদের মূল শক্তি। তাদের কথা ভেবে আমরা প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট তৈরির উৎসাহ পাই। ধন্যবাদ জানাই প্রিয় ফলোয়ারদের।’
জানা গেছে, বরাবরের মতো আসন্ন ঈদ উপলক্ষে এবারও সিএমভি’র ব্যানারে মুক্তি পাবে অন্তত এক ডজন বিশেষ কন্টেন্ট। নাটক ও মিউজিক ভিডিও মিলিয়ে এসব কন্টেন্ট চাঁদরাত থেকেই উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
এলআইএ/এএসএম

5 months ago
66









English (US) ·