গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় অবহেলিত অংশ হলো ব্যাটারি। যতই দামি বা শক্তিশালী ইঞ্জিন হোক, ব্যাটারি দুর্বল হলে গাড়ি এক পা-ও নড়বে না। অথচ বেশিরভাগ চালকই ব্যাটারি পুরোপুরি ডেড হয়ে গেলে তবেই টের পান যে বিপদ ঘটেছে। অথচ কিছু সহজ লক্ষণ ঠিকমতো লক্ষ্য করলে আগেই বোঝা যায় ব্যাটারি দুর্বল হচ্ছে আর সময়মতো ব্যবস্থা নিলে বাঁচা যায় বড় ঝামেলা থেকে।
চলুন জেনে নিই, ব্যাটারি ফেইল বা নষ্ট হওয়ার আগে দেখা দেয় এমন ৭টি স্পষ্ট সংকেত-
স্টার্ট নিতে দেরি হওয়া
ইঞ্জিন স্টার্ট দিতে চাবি ঘোরানোর পর যদি গাড়ি ‘ঘর-ঘর’ শব্দ করে কিন্তু স্টার্ট নিতে সময় নেয়, তাহলে সেটা প্রথম সতর্কবার্তা। কারণ দুর্বল ব্যাটারি পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে না, ফলে ইঞ্জিনের ক্র্যাঙ্ক সঠিকভাবে ঘোরে না। নিয়মিত এমন হলে টেস্ট করিয়ে দেখা উচিত।
হেডলাইট ও ইলেকট্রনিক্সের আলো কমে আসে
রাতে বা অন্ধকারে চালানোর সময় যদি হেডলাইটের উজ্জ্বলতা কম মনে হয়, কিংবা ইনফোটেইনমেন্ট স্ক্রিন বা পাওয়ার উইন্ডো ধীরে কাজ করে, সেটাও ব্যাটারির দুর্বলতার লক্ষণ। ব্যাটারি যদি পর্যাপ্ত ভোল্টেজ না দেয়, গাড়ির ইলেকট্রনিক অংশগুলো আগে থেকেই ইঙ্গিত দিতে শুরু করে।
ব্যাটারির বয়স ২-৩ বছর ছাড়িয়েছে
সাধারণত গাড়ির ব্যাটারি ২ থেকে ৪ বছর ভালো পারফর্ম করে, এরপর ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করে। অনেক সময় বাইরে থেকে ঠিকঠাক দেখালেও ভেতরের সেল দুর্বল হয়ে যায়। তাই ব্যাটারির বয়স তিন বছর পেরোলেই নিয়মিত চেক করানো বুদ্ধিমানের কাজ।
ইঞ্জিন বন্ধ করার পরও ব্যাটারি ড্রেন হয়
ইঞ্জিন বন্ধ করার পর হঠাৎ দেখলেন পরদিন সকালে স্টার্ট নিচ্ছে না-এর মানে হতে পারে কোথাও কারেন্ট লিক হচ্ছে বা ব্যাটারি চার্জ ধরে রাখতে পারছে না। অনেক সময় ইন্টারনাল সেল ফেইল বা তার সংযোগে সমস্যা থেকেও এমনটা হয়।
টার্মিনালে জং বা সাদা দাগ
ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ টার্মিনালের ওপর যদি সাদা বা নীলচে ক্রিস্টালের মতো দাগ দেখা যায়, তাহলে সেটা জংয়ের চিহ্ন। এই জং বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়, ফলে চার্জ কমে যায়। নিয়মিত পরিষ্কার না করলে ব্যাটারি দ্রুত অকার্যকর হয়ে যেতে পারে।
গাড়ি বন্ধ অবস্থায় অ্যাকসেসরিজ চালালে দ্রুত চার্জ শেষ হয়ে যায়
রেডিও, এসি বা হেডলাইট কিছুক্ষণ চালানোর পরই যদি ব্যাটারি দুর্বল হয়ে পড়ে, বুঝতে হবে এটি আগের মতো শক্তিশালী নেই। সুস্থ ব্যাটারি ইঞ্জিন বন্ধ থাকলেও কিছু সময় এসব সাপোর্ট করতে পারে।
দুর্গন্ধ বা ব্যাটারির ফুলে ওঠা
কখনো কখনো ব্যাটারি অতিরিক্ত চার্জ বা ইন্টারনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ফুলে ওঠে বা গ্যাসের মতো দুর্গন্ধ ছড়ায়। এটি বিপজ্জনক ইঙ্গিত-এমন অবস্থায় ব্যাটারি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, এমনকি বিস্ফোরণও ঘটতে পারে।
আরও পড়ুন
পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়
ভক্সওয়াগনের নতুন গাড়িতে থাকছে যেসব ফিচার
কেএসকে/এমএস