যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

4 hours ago 6

মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ বায়েজিদ বোস্তামী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) এ ঘটনায় অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠালে তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন আদালত। 

গ্রেপ্তার বায়েজিদ ওই গ্রামের নওশের বিশ্বাসের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বায়োজিদের চাচা আতর আলী একজন জামায়াতের সক্রিয় কর্মী। তবে ৫ আগস্টের আগে বায়োজিদ আওয়ামী লীগ সমর্থিত হলেও, ৫ আগস্ট পরবর্তীতে বিএনপি ঘরনার রাজনীতিতে দেখা গেলেও সর্বশেষ জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডে তাকে দেখা যায়। তবে বায়োজিদ জামায়াতের কোনো কর্মী বা কমিটিতে আছে কিনা সেটা জানা যায়নি। জেলা জামায়াতের পক্ষ থেকে বায়েজিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। 

জানা গেছে, শনিবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ তার নিজ বাড়ি থেকে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। শনিবার অস্ত্র আইনে মামলার পর গ্রেপ্তারকৃত বায়েজিদ বোস্তামিকে আদালতে পাঠালে তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন আদালত। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ির খড়ের গাদার ভেতর থেকে একটি সিলভার কালার বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়। 

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ লিখিত প্রতিবাদ লিপিতে দাবি করে বলেন, ‘ওই যুবক জামায়াতের কোনো ধরনের সদস্য নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জামায়াতের সদস্য হিসেবে প্রচার করা হয়েছে।’

মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা কালবেলাকে বলেন, ‘ভোরে যৌথ অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

Read Entire Article