যৌন নির্যাতনের চার অভিযোগ থেকে মুক্তি পেলেন ভিন ডিজেল

2 months ago 30

বিখ্যাত হলিউড অভিনেতা ভিন ডিজেল কিছুটা স্বস্তি পেলেন। সাবেক সহকারীর দায়ের করা যৌন নিপীড়ন মামলায় আদালত তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগ মঙ্গলবার খারিজ করে দিয়েছেন। তবে এখনো তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও অবৈধভাবে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ বহাল রয়েছে।

২০২৩ সালে এই মামলা দায়ের করেন ডিজেলের সাবেক সহকারী অ্যাস্টা জনাসন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০১০ সালে এক হোটেল কক্ষে ভিন ডিজেল তাকে জোর করে দেয়ালে চেপে ধরেন এবং তার সামনে অশালীন আচরণ করেন।

সাধারণত এত পুরনো অভিযোগ আদালত গ্রহণ করে না। কারণ মামলার সময়সীমা অনেক আগেই শেষ হয়ে যায়। তবে ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ‘যৌন নিপীড়ন ও গোপনীয়তার দায়বদ্ধতা আইন’ নামে একটি আইন পাশ করেন। এর মাধ্যমে ২০০৯ সাল পর্যন্ত পুরনো অনেক অভিযোগ আবারও আদালতে তোলা সম্ভব হয়।

তবে ক্যালিফোর্নিয়ার ফেয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং অ্যাক্ট (এফইএইচএ) অনুযায়ী, যেকোনো অভিযোগ আদালতে তোলার আগে রাজ্যের নাগরিক অধিকার বিভাগে তা লিখিতভাবে জানানো বাধ্যতামূলক।

মঙ্গলবার বিচারক ড্যানিয়েল এম. ক্রাউলি রায়ে বলেন, জনাসন ২০১০ সালের ঘটনার পর এক বছরের মধ্যে অভিযোগ দাখিল করেননি। ফলে সময়সীমা পেরিয়ে যাওয়ায় তার চাকরিক্ষেত্রে বৈষম্য সংক্রান্ত চারটি অভিযোগ খারিজ করা হয়েছে।

তবে প্রতিশোধমূলক আচরণ, অবৈধ বরখাস্ত, যৌন নিপীড়ন, অবহেলার কারণে ক্ষতি সাধন ও মানসিক যন্ত্রণা দেওয়ার অভিযোগগুলো এখনো বহাল রয়েছে। সেগুলোর জন্য প্রশাসনিক অভিযোগ দাখিলের প্রয়োজন নেই।

অন্যদিকে, ভিন ডিজেলের আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান অভিযোগগুলোকে ‘পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেন। তিনি বলেন, ‘এই হাস্যকর অভিযোগ খণ্ডন করার জন্য আমাদের কাছে পরিষ্কার প্রমাণ রয়েছে।’

এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আদালতের পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করতেই হচ্ছে।

এলআইএ/জিকেএস

Read Entire Article