যৌন হয়রানির অভিযোগে বেরোবি শিক্ষক সাময়িক বরখাস্ত

1 month ago 9

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ সই করা এক চিঠিতে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

এর আগে ভুক্তোভোগী ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে করা হয় তদন্ত কমিটি। সেই কমিটির সুপারিশে ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, যত বড় ব্যক্তিই হোক না কেন, যৌন হয়রানির বিষয়ে ক্যাম্পাসে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধ থেকে কেউ যেন পার না পান সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

ফারহান সাদিক সাজু/জেডএইচ/এমএস

Read Entire Article