র‍্যাকের সভাপতি আরিফ সম্পাদক তাবারুল

16 hours ago 5

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল-সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল হক মিঠু।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যরা ভোটের মাধ্যমে র‌্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন। এর আগে র‌্যাকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আলী তালুকদার। কমিটির কোষাধ্যক্ষ পদে দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মারুফ কিবরিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের সিনিয়র রিপোর্টার মত মল্লিক, এনটিভির শফিক শাহীন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল হাসান সিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন।

এসএম/কেএসআর/এমএস

Read Entire Article