রংপুর ও দিনাজপুরে ‘টেস্টি ট্রিট’ এর শোরুম চালু

4 months ago 50

দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ রংপুর ও দিনাজপুরে চারটি শোরুম চালু করেছে। এর ফলে রংপুরে শোরুম চালুর মাধ্যমে দেশের সব বিভাগে শোরুম চালু করলো টেস্টি ট্রিট।

সম্প্রতি রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড়, মেডিকেল মোড় ও পায়রা চত্বর এবং দিনাজপুরের বড় মাঠে শোরুম উদ্বোধন করেন টেস্টি ট্রিট-এর প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল।

রংপুর ও দিনাজপুরে ‘টেস্টি ট্রিট’ এর শোরুম চালু

দিনাজপুরে প্রাণ-এর বঙ্গ মিলারস কারখানার জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন, জেলার পৌর মেয়র আবু তৈয়ব আলী দুলাল, টেস্টি ট্রিট-এর অপারেশন ম্যানেজার মানোয়ার হোসেন এবং অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার আরিফ মাহমুদ শাওন এ সময় উপস্থিত ছিলেন।

রংপুর ও দিনাজপুরে ‘টেস্টি ট্রিট’ এর শোরুম চালু

শোরুমগুলো থেকে ক্রেতারা জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের বেকারি পণ্য ক্রয় করতে পারবেন।

ইব্রাহিম খলিল বলেন, এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা দেশের সব বিভাগে শোরুম চালু করতে সক্ষম হয়েছি। এছাড়া খাদ্যেপণ্যের শোরুমগুলোর মধ্যে টেস্টি ট্রিট এখন দেশের সর্ববৃহৎ রিটেইল। সারাদেশে এখন টেস্টি ট্রিট-এর ৩৮০টি শোরুম চালু রয়েছে। ভোক্তাদের ভালোবাসাই ট্রেস্ট্রি ট্রিটকে এতোদূর নিয়ে এসেছে।

জেএইচ/জেআইএম

Read Entire Article