রংপুরে বাসচাপায় চালকসহ মোটরসাইকেল আরোহী নিহত

3 months ago 16

রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন।

রোববার (১১ মে) দিনগত গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কবিরমাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (২৭) ও একই উপজেলার মাস্টারপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কাউনিয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, রোববার দিনগত রাতে রংপুর শহরে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরছিলেন সঞ্জয় চন্দ্র ও বেলাল হোসেন। লালমনিরহাট থেকে ঢাকাগামী শাহ আলী পরিবহনের বাসের চালক রাত সোয়া ১টার দিকে উপজেলার মীরবাগ বিজলেরঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেলের চালক সঞ্জয়।

বেলাল হোসেন বাসের নিচে আটকা পড়লে তাকে কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায় বাসটি। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সেখানে বাসের নিচে চাপা পড়ে তিনিও মারা যান।

স্থানীয় বেশ কয়েকজন জানান, রাতে বৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানবাহন কম ছিল। বাসটি বেপরোয়া গতিতে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটি খাদে পড়ে গেলেও অল্পের জন্য অনেক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, বাসটি জব্দ করা হয়েছে। সোমবার (১২ মে) সকালে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জিতু কবীর/এসআর/এমএস

Read Entire Article