রংপুরের মিঠাপুকুরে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ডে লতিবপুর ইউনিয়ন বিএনপির দুই নেতারকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, স্বেচ্ছাসেবকদল নেতা সাদেকুল ইসলাম ও বাকি দুজনের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ ঘটনায় ৮ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
অভিযুক্তরা হলেন, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক, ওই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. নাজমুল হক ইমন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলাম, ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. বেলায়েত হোসেন, সদস্য মো. সিরাজুল ইসলাম মন্ডল সেরাই, সদস্য মো. নুর আলম তুহিন ও সদস্য মো. সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানায়, বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও বিভিন্ন বিষয় নিয়ে ৭ নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব ছিল। সন্ধ্যায় একটি মিছিল করার জন্য জাহাঙ্গীর আলম তার কর্মীদের নিয়ে জায়গীরহাট ওভারব্রিজের পূর্ব দিকে অবস্থান নেন। মিছিল শুরু হবার কিছুক্ষণ পর ফজলুল হক ফজলুর অনুসারীদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকাসহ আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু জানান, বিএনপির দুঃসময়ে দল পরিবর্তন করে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুবিধা নিয়েছে জাহাঙ্গীর আলম। এখন খোলস পাল্টিয়ে আবার দলে ভিড়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন।
তবে জাহাঙ্গীর আলমের অভিযোগ, মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ফজলু এবং তার লোকজন। তিনি দলের নেতাকর্মীদের বিভক্ত করতে চাইছেন।
মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার) বলেন, ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জড়িতদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক কালবেলাকে জানান, লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। দুপক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।