এক থেকে তিন নম্বরে। কোথায় শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলার কথা ছিল। সেখানে প্রথম ৮ খেলায় জয়ের পর ৯ নম্বর ম্যাচ থেকে হারতে শুরু করে টানা ৪ খেলায় হেরে অবস্থানচ্যুত। ৩ নম্বরে থেকে খুলনা টাইগার্সের সাথে এলিমিনেটর পর্বে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সকে।
এদিকে হঠাৎ করে ছন্দ পতনে হারের বৃত্তে আটকে পড়াই শুধু নয়, লাইনআপের সমৃদ্ধ চেহারাও খানিক ফিকে এখন রংপুরের। সেরা পারফরমার খুশদিল শাহ নেই। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পেয়ে দেশে ফিরে গেছেন। এ মুহূর্তে ইফতিখার আহমেদ আর পেসার আকিফ জাভেদ ছাড়া আর কোন বিদেশি নেই রংপুর রাইডার্সের শিবিরে।
তবে রংপুর ফ্র্যাঞ্চাইজি বসে থাকার পাত্র নয়। আগামীকাল সোমবার দুপুরে খুলনা টাইগার্সের সাথে এলিমিনেটর ম্যাচের আগেই বড় বিদেশি তারকা উড়িয়ে আনছে দলটি। রংপুরে খেলতে আসছেন ৪ বিদেশি ক্রিকেটার আন্দ্রে রাসেল, সুনিল নারিন, টিম ডেভিড ও জেমস ভিন্স।
রংপুরের প্রধান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল এবং ব্যাটিং কোচ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, এই চারজন বিদেশির নাম।
তবে তারা কেউই নিশ্চিত করে বলতে পারেননি, যে ওই ৪ জনই আসবেন। কেননা, বিদেশি ক্রিকেটাররা আবুধাবিতে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত। সেখান থেকে সময় বের করতে পারলে তারা আসবেন। তবে অন্তত দুজন যে আসবেন, সেটি নিশ্চিত করেছে রংপুরের ম্যানেজম্যান্ট।
এআরবি/এমএমআর