রংপুরে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

2 days ago 9

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পরে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহার থানার পুলিশের কাছে সোপর্দ করে যৌথবাহিনী।

আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরের তাজহাট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় ওমর ফারুক আহতের ঘটনায় মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ এজাহারভুক্ত আসামি। যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Read Entire Article