‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’

2 hours ago 3

কৃষিবীদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়। সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে হবে। একই সঙ্গে তাদের দুর্বল দিকগুলো আমাদের ধরিয়ে দিতে হবে। দেশে প্রতিনিয়ত রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, প্রশাসন সংস্কারসহ অনেক সংস্কার নিয়ে কথা হচ্ছে। অথচ দুঃখের বিষয় এ বিষয়গুলো নিয়ে কোনো মাথাব্যাথা নেই।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও নতুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করেন সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)।

সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও মহিউদ্দিন হিমেলের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে কি-নোট স্পিচ দেন রেজাউল করিম রনি।

তিনি আরও বলেন, কৃষকরা সময়মতো কৃষি উপকরণ না পেলে দেশের খাদ্য নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে কৃষকের জন্য বরাদ্দ করা প্রায় ২ লাখ টাকা ভর্তুকির বড় অংশই আত্মসাৎ করা হয়েছে। অনতিবিলম্বে আত্মসাৎকারীদের বিচারের আওতায় আনতেই হবে। এর সঙ্গে জড়িত কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা এবং তাদের বিচারের আওতায় আনতেই হবে।

অনুষ্ঠানে সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম বলেন, ইস্যুভিত্তিক আন্দোলন থেকে বের হয়ে আমাদের রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আর এই রাজনৈতিক সমাধানের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের এখনই যথোপযুক্ত সময়। এজন্য সব ইস্যুভিত্তিক প্ল্যাটফর্মকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।

সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, বিএনপি নেতা ড. ফয়জুল হক, সংগঠক ও এক্টিভিস্ট শরফুদ্দীন, সংগঠক ও এক্টিভিস্ট আলী আহসান জুনায়েদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, নাগরিক কমিটির আহ্বায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্যা রহমাতুল্লাহ, স্পীক বাংলাদেশের সংগঠন নাভিদ নওরোজ শাহ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির সাঈদ আহমেদ সরকার, বিপ্লবী ছাত্র পরিষদের আবদুল ওয়াহেদ, তরুণ চিন্তক ও এক্টিভিস্ট এডভোকেট সোহরাব হোসাইন প্রমুখ।

আরএএস/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article