রঞ্জিতে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিমানে উঠছেন শামি!

6 days ago 7

এক বছর পর ক্রিকেটে ফিরেই চমক দেখালেন মোহাম্মদ শামি। ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে ফেরার ম্যাচেই ৭ উইকেট শিকার করলেন ডানহাতি পেসার। শামির দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) কর্মকর্তাদের।

বেঙ্গলের হয়ে মধ্যপ্রদেশের বিপক্ষে ৪৩.২ ওভার বল করে ৭ উইকেট দখলে নেন শামি। এতে ১১ রানের জয় পায় বেঙ্গল। ১৩-১৬ নভেম্বরের ওই ম্যাচের পর ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর দাবি করেছে, শামির পারফরম্যান্সে সন্তুষ্ট বোর্ডকর্তারা। তাকে অস্ট্রেলিয়া সফরে পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে তারা। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কর ট্রফি খেলতে দলের সঙ্গে যোগ দিতে পারেন ডানহাতি পেসার।

গতকাল শনিবার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক এখনো দলের সঙ্গে যোগ দেননি। ভারতেই আছেন। প্রতিবেদনের ভাস্কর বলছে, রোহিতের সঙ্গেই অস্ট্রেলিয়ার বিমানে চড়তে পারেন শামি।

বর্ডার-গাভাস্কর ট্রফি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদাবান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে পার্থ স্টেডিয়ামে। ভাস্কর প্রতিবেদনে বলছে, এই ম্যাচে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই শামির। তবে পরের ম্যাচগুলোতে দেখা যেতে পারে ডানহাতি এই পেসারকে।

২০২৩ সালের বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছেন শামি। ৭ ম্যাচ খেলে হয়েছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি (২৪)। এর আগে এক বিশ্বকাপে এত বেশি উইকেট শিকারের ছিল না কোনো ভারতীয় বোলারের। ২০১১ বিশ্বকাপে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার জহির খান।

এর আগে শামিকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছিল ভারত।

এমএইচ/জেআইএম

Read Entire Article