রণবীরের নায়িকা হচ্ছেন কি কৃতি স্যানন?

2 months ago 9
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আনন্দ এল রাইয়ের পরিচালিত ‘তেরে ইশক ম্যে’ সিনেমার কাজ নিয়ে। এরই মধ্যে গুঞ্জন চাউর হয়েছে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং’র বিপরীতে অভিনয় করতে চলেছেন কৃতি স্যানন।  ভারতীয় গণমাধ্যম ফিল্ম ফেয়ার সূত্রে জানা যায়, প্রথমে রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল কিয়ারা আদভানির। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় কিয়ারা এই চরিত্র থেকে সরে দাঁড়ালে পরে ফের শুরু হয় ওই চরিত্রটির জন্য অভিনেত্রীর খোঁজ।   এদিকে বেশ কিছুদিন আগে ফারহান আখতারের  অফিসের বাইরেও তাকে একবার দেখা গেছে। সেখান থেকে জোরালো হয় এই গুঞ্জন।  সম্প্রতি মুম্বাইয়ে বোন নূপুর স্যাননের সঙ্গে দেখা যায় কৃতিকে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা। সেসময় পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে কৃতির হাসিই যেন রহস্য বাড়িয়ে দেয়।  কৃতিকে তারা ‘লেডি ডন’ সম্বোধন করায় লাজুক হাসি দিয়ে চলে যান তিনি। ভরপুর উচ্ছ্বাস ছিল কৃতীর চোখেমুখে। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে এই হাসির মাধ্যমেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিলেন কৃতি। ফারহান আখতারের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করতে চলেছেন রণবীর সিং, শর্বরী, বিক্রান্ত ম্যাসিসহ আরও অনেকে। তবে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি চলচ্চিত্রটির নির্মাতা। 
Read Entire Article