গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

2 hours ago 2

গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ১১টি পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ করেছেন সর্বমোট ৮৭ জন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) শেষ দিনের মতো মনোনয়ন বিতরণ শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা সহকারী অধ্যাপক মো. আবু রায়হান। 

মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণের প্রথম দিনেই ১৩ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন ৩০ জন এবং তৃতীয় দিন রেকর্ড ৪৪ জন ফরম নেন। তিন দিনে মোট ফরম সংগ্রহকারীর সংখ্যা দাঁড়ায় ৮৭ জনে।

প্রথম দিন (২৬ আগস্ট) সহসভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহসাধারণ সম্পাদক ২, কোষাধ্যক্ষ পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহসাহিত্য সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১ জন ফরম সংগ্রহ করেন।

দ্বিতীয় দিন (২৭ আগস্ট) সহসভাপতি (ভিপি) পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহক্রীড়া সম্পাদক পদে ১ জন, সাহিত্য সম্পাদক পদে ১ জন, সহসাহিত্য সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী পদে ১১ জন ফরম সংগ্রহ করেন।

তৃতীয় দিন (২৮ আগস্ট) সহসভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সাহিত্য সম্পাদক পদে ১ জন, সহসাহিত্য সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৫ জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে  ৫ জন এবং কার্যনির্বাহী পদে ১৬ জন মনোনয়ন সংগ্রহ করেন।

নির্বাচন তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে। ৮ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রার্থীর আপত্তি গ্রহণ ও শুনানি চলবে বেলা ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা সহকারী অধ্যাপক মো. আবু রায়হান বলেন, ‘মোট ৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যারা মনোনয়ন নিয়েছে, তারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে এবং যদি নির্বাচিত হন, শিক্ষার্থীদের জন্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পড়াশুনার পাশাপাশি নেতৃত্ব ও অন্যান্য গুণাবলি অর্জন করার বিষয়টি তারা উপলব্ধি করছে। আমাদের প্রত্যাশা ছিল ১০০-এর মতো ফরম যাবে, ৮৭ সংখ্যাটিও কাছাকাছি। যাচাইবাছাইয়ের পর আগামী ৩১ আগস্ট থেকে ফরম জমা নেওয়া হবে। আমরা চাই সকলে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত পদে আসুক। শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে আমরা আশাবাদী, এবারের নির্বাচন উৎসবমুখর, অবাধ ও শান্তিপূর্ণ হবে।’

সর্বশেষ প্রস্তুতির ব্যাপারে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। দ্রুতই নিরাপত্তা সভা হবে এবং এ-সংক্রান্ত চিঠি আশুলিয়া থানা, ধামরাই থানার ওসিদের কাছে পাঠানো হবে।’

প্রসঙ্গত, সর্বশেষ গকসু নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। এরপর করোনা মহামারি এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় নির্বাচন বন্ধ ছিল।

Read Entire Article