বিশ্ব বাজারে পোশাক, চামড়া, জুতা, প্লাস্টিক ও প্রকৌশলসহ বিভিন্ন খাতে রপ্তানি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে প্রযুক্তি সংযুক্তিকরণের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নেটওয়ার্কিংয়ের স্বার্থে যাবতীয় তথ্যভান্ডার সমৃদ্ধকরণ জরুরি। এছাড়া জোর দিতে হবে এসব শিল্পের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিকে সঠিকভাবে বাস্তবায়নের ওপর।
বিশ্ব বাজারে বিশেষত ভিয়েতনাম, ভারত ও চীনসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিগগির এসব পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের (এমআইপি) উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনরা এই অভিমত তুলে ধরেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই প্ল্যাটফর্ম উদ্বোধন করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, বিশ্বব্যাংকের সহযোগিতায় ইসি৪জে (EC4J) প্রকল্পের কার্যক্রম হিসেবে এই এমআইপির উদ্বোধন করা হয়। এটি এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে রপ্তানিকারক বা বিক্রেতারা ক্রেতাদের যাবতীয় তথ্য সহজে পাবেন। বিক্রেতারাও এর মাধ্যমে সুনির্দিষ্ট ক্রেতা খুঁজে পাবেন। এতে আমদানি-রপ্তানি সহজতর হওয়ার পাশাপাশি উভয়ের মধ্যে সম্পর্কের নতুন সেতুবন্ধন গড়ে উঠবে। পাশাপাশি দেশের উদ্যোক্তা, শিল্পপতি ও ব্যবসায়ীরা নতুন ক্রেতা খুঁজে পাবেন। ফলে দেশের রপ্তানিমুখী খাতে বিপুল সম্ভাবনা তৈরি হবে। তরুণদের জন্য বাড়বে নতুন কাজের সুযোগ।
এছাড়া প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবহারকারীরা রপ্তানির নতুন বাজার অনুসন্ধান করতে পারবেন। এতে ক্রেতা-বিক্রেতার প্রোফাইল, হালনাগাদ তথ্য, নতুন বাজার সম্পর্কে ধারণা, রপ্তানীকৃত পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জব প্রজেক্টের টাস্ক টিম লিডার হোসনা ফেরদৌস সুমি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এর প্রেসিডেন্ট শামীম আহমেদ, বাংলাদেশ বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিবিপিএমইএ) এর প্রেসিডেন্ট মোহাম্মদ মুশতাক আহমেদ তানভীর।
অনুষ্ঠানের শুরুতে এই সংক্রান্ত বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের প্রধান পরামর্শক ও লাইটক্যাসেল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম।
এতে মূল উপস্থাপনা তুলে ধরেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইসি৪জে প্রজেক্টের প্রকল্প পরিচালক আব্দুর রহিম খান।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (এমআইপি) চালুর মাধ্যমে আমরা আমাদের রপ্তানিকারকদের বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতদের কার্যকর ও নির্ভরযোগ্য তথ্য দিচ্ছি। এতে তারা বিশ্ব বাজারে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের স্ট্র্যাটেজিক টেকনোলজি লিড এবং শুটিং স্টার-এর প্রধান নির্বাহী (সিইও) দিদারুল আলম ও দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
এমআইএইচএস/জেআইএম