রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ

4 hours ago 5

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মসূচি চলছেই। এবার দাবি আদায়ের লক্ষ্যে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে শাহজাদপুর পৌরসভার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ এলাকাবাসী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছর ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যে ব্যস্ত ছিল। এখন শিক্ষার্থীসহ পুরো শাহজাদপুরবাসীর প্রাণের দাবি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিমল কুমার, সচেতন ফোরামের উপদেষ্টা মাওলানা আবু জাফর, নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আকারিয়া ইসলাম, আব্দুল মমিন, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আলমাস আনসারি, ব্যবসায়ী নেতা আক্তার হোসেন ও মইনুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাবিবুর রহমান ও মইনুল হোসেন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ।

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৫ ঘণ্টা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। উপাচার্য ড. এসএম হাসান তালুকদারের অনুরোধে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেও শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ, প্রতীকী ক্লাসসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখেন।

Read Entire Article