শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে জানান, উপাচার্য তার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে মঙ্গলবার উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পদত্যাগপত্রটি উপাচার্য জমা দিয়েছেন বলে জানিয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রিফাত-উর রহমান।
তিনি জানান, ওই পদত্যাগপত্রে উপাচার্য তার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়েছেন। একই সাথে তার পূর্বের কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করেছেন।
শিক্ষার্থী আহসান হাবিব জাগো নিউজকে বলেন, আমরা ১৭ তারিখ থেকে উপাচার্যের পদত্যাগের জন্য ১ দফা দাবি করছি। মঙ্গলবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ আল্টিমেটাম দেওয়ার পর আজ তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
এম এ মালেক/জেডএইচ/এএসএম