কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। তালিকায় রয়েছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও কবিতা পাঠের অনুষ্ঠান। ২২ শ্রাবণ, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান।
বিকাল সাড়ে ৪টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’। লাবণ্যর উপস্থাপনায় ও নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন, আব্দুর রশিদ স্বপন, আমিরুল ইসলাম ও সৈয়দা শায়লা আহমেদের নৃত্য পরিচালনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় আটটি গানে নাচবেন নৃত্যশিল্পীরা। রবীন্দ্রনাথের লেখা শিশুতোষ গান, ছড়াগান, কুইজ, চিত্রাংকন ও তার জীবনীর সংকলন নিয়ে শিশুতোষ অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যা ৭টায় রয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দুর্বুদ্ধি’ অবলম্বনে নাটক ‘দুর্বুদ্ধি’ প্রচারিত হবে রাত ৯টায়। শাহজামান মিয়ার নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, রিনা রহমান, ইমরান হাসো, সোলায়মান খোকা, শিরিনা বিথী, তরিকুজ্জামান তপন, আখতার হোসেন, আরজুমান আরা বকুলসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে- একজন গ্রাম্য ডাক্তার যিনি নিজের স্বার্থ হাসিলের জন্য এক অদ্ভুত পরিকল্পনা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি এক ধনী ব্যক্তির মেয়েকে ভুল বুঝিয়ে তার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চান। ডাক্তার তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নানা রকম মিথ্যা কথা ও ছলনার আশ্রয় নেন। গল্পটিতে ডাক্তাররুপী মানুষের কপটতা, স্বার্থপরতা ও নির্বুদ্ধিতার দিকটি তুলে ধরা হয়েছে।
এছাড়াও রাত ১০ টায় রয়েছে রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্য নিয়ে আলেখ্যানুষ্ঠান ‘সৃজনে স্মৃতিতে রবীন্দ্রনাথ’। গান, কবিতা, নৃত্যনাট্য ও পত্রপাঠ দিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানজিন তমা। রাত ১১ টা ০৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের গান নিয়ে দ্বৈত সংগীতের অনুষ্ঠান।
এলআইএ/জিকেএস