রমজান ঘিরে মজুতের চেষ্টা, বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ

2 days ago 6

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে অবৈধ সিন্ডিকেট ও ভেজালকারীরা। ঢাকার ডেমরাতে সুন্দর চকচকে মোড়কে প্রস্তুত করা হচ্ছিলে অবৈধ ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম তেল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ধরা পড়ে অবৈধ প্রতিষ্ঠানটি। এসব মালামাল জব্দ ও ধ্বংস এবং প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানাসহ সিলগালা করেন বিএসটিআইয়ের মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, ডেমরার আমুলিয়া মডেল টাউনে আল আকসা গুড ফুড লিমিটেড নামক প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত আফান ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম তেল পণ্যসমূহ বোতলজাত করছে। প্রতিষ্ঠানটি অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ও ভুয়া কিউআর কোড ব্যবহারপূর্বক পণ্যসমূহ বিক্রয়-বিতরণ ও বাজারজাতকরণ করে আসছে। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত অবস্থায় পাওয়া যায়।

বিএসটিআই মহাপরিচালক বলেন, এক ধরনের অসাধু ব্যবসায়ীরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে। আমরাও এ ধরনের লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিষয়ে সজাগ আছি এবং প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রমজানকে সামনে রেখে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট ও সার্ভেল্যান্স টিম আরও বেশি সক্রিয়। নকল ও ভোজাল হতে পরিত্রাণের জন্য তিনি পণ্যের মোড়কে বিএসটিআই প্রদত্ত কিউআর কোড স্ক্যান করে বিএসটিআইয়ের লাইসেন্স নিশ্চিত হয়ে পণ্য ক্রয়ের আহ্বান জানান।

এনএইচ/ইএ/এএসএম

Read Entire Article