নোয়াখালীর চাটখিলে মাহে রমজানে পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চাটখিল পৌরবাজারের পৌরসভা মার্কেটের সামনে থেকে শুরু করে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি মোহাম্মদীয়া হোটেলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও জেলা মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাছান, চাটখিল পৌরসভা আমির ও জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা আক্তার হোসেন, উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, পৌরসভা নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, পৌরসভা সেক্রেটারি শাফায়াত হোসাইন ও উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন প্রমুখ।
মিছিলে দলটির উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।