শিক্ষার্থীদের গুলিবর্ষণ মামলার আসামি শিবলুর অস্ত্র প্রদর্শন, ভিডিও ভাইরাল

4 hours ago 4

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের ষোলশহর ২নং গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর ককটেল বিস্ফোরণ ও গুলি করে হামলার ঘটনায় মামলার আসামি মো. শিবলুর (২৮) পুলিশের লুট করা অস্ত্র ও বুলেট নিয়ে নিজ হাতে নাড়াচাড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ধরনের একটি ভিডিও ও ছবি কালবেলার হাতে আসে। 

এতে দেখা যায়, শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করছে, অপর হাতে কিছু বুলেট ও অস্ত্র নাড়াচাড়া করছে। ধারণা করা হচ্ছে, ওই অস্ত্র ও বুলেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র। পুলিশ বলছে, শিবলুকে ধরতে কয়েকবার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। 

শিবলু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। 

জানা যায়, গত বছরের ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২নং গেটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা করে। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে (৪০) প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে ছাত্রদল নেতা জিয়াইল হক জোনাইদ (৩৩) বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় শিবলু ৬৯ নম্বর আসামি।

এদিকে শিবলুর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, একজন হত্যা মামলার আসামি কীভাবে প্রকাশ্যে ঘুরছে, আবার অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে! 

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন কালবেলাকে বলেন, ভিডিও ও ছবির খবর পাওয়ার পর তাকে ধরতে পুলিশ কয়েক স্থানে অভিযান চালিয়েছে, এখনো চেষ্টা চলছে।

Read Entire Article