রমজানে বাজারে থাকবে ভোক্তা অধিদপ্তরের ৬০ টিম

2 hours ago 3

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, বর্তমানে সারাদেশে প্রতিদিন অধিদপ্তরের প্রায় ৩০টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। আসন্ন রমজানে এ টিমের সংখ্যা দ্বিগুণ মানে ৬০টি টিম করে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।

রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

রমজানে নিত্যপণ্যের (চাল, পেঁয়াজ, আদা, রসুন, মসলা, তেল, ছোলা, ডাল ও খেজুরসহ ইত্যাদি) মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সভা শেষে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আসন্ন রমজানে খেজুর, মসলা ও ভোজ্যতেল ছাড়া অন্যান্য পণ্য নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। এ তিনটি পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাদাভাবে সভার আয়োজন করা হবে।

তিনি জানান, সরকার নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শুল্ক হ্রাস, এলসি খুলতে সহযোগিতা করা, ব্যাংকিং সাপোর্ট দেওয়াসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত রেখেছে। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করার পাশাপাশি চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় রাখতে সভায় উপস্থিত ব্যবসায়ীসহ সবাই একমত পোষণ করেন।

এক্ষেত্রে তিনি ব্যবসায়ীর পাশাপাশি ভোক্তা-সাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এনএইচ/এমএএইচ/জেআইএম

Read Entire Article