রমনা বটমূলে বোমা হামলা: রায়ের বাকি অংশ ঘোষণা ১৩ মে

3 months ago 47

দুই যুগ আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে জোড়া বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। এ ঘটনায় হওয়া হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর পরবর্তী রায় ঘোষণার জন্য মঙ্গলবার (১৩ মে) পরবর্তী দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৮ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ বেলা ১১টা ২০ মিনিটের পর রায় ঘোষণা শুরু করেন। এরপর দুপুর ১টার দিকে আদালত রায়ের বাকি অংশ ঘোষণার জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।

রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার বলেন, রায় ঘোষণা শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) এজাহার, অভিযোগ ও সাক্ষীদের বক্তব্যের দিকগুলো উল্লেখ করা হয়েছে। রায়ের বাকি অংশ ঘোষণার জন্য আগামী মঙ্গলবার দিন রাখা হয়েছে।

রায় ঘোষণার শুরুতে আদালত বলেন, রায়ে আজ ঘটনা ও সাক্ষী পর্যালোচনা করা হবে। বাকিটা (রায়) পরবর্তী তারিখে হবে।

এ সময় রায়ের আদেশ অংশ (সিদ্ধান্ত) আজ হচ্ছে কি না- আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহানের এমন প্রশ্নের জবাবে আদালত বলেন, আজ আদেশ অংশ হচ্ছে না। এরপর রায় ঘোষণা শুরু হয়।

এর আগে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এরপর ৩০ এপ্রিল বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত রায়ের জন্য ৮ মে দিন ধঠিক করেছিলেন। এ অনুসারে মামলাটি রায়ের জন্য আজ আদালতের কার্যতালিকায় ১৬৩ নম্বর ক্রমিকে ওঠে। তারই ধারাবাহিকতায় রায় ঘোষণা শুরু হয়।

এফএইচ/এএমএ/জিকেএস

Read Entire Article